1. hedaiet88@gmail.com : nursebd :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

স্বাস্থ্য সেবার প্রতিটি স্তরে নার্স

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

নার্স নামটি শোনা মাত্র চোখের সামনে ভেসে ওঠে অবিরত আর্তের সেবায় নিয়োজিত মানুষগুলো অবয়ব। শত বাধা বিপত্তি পেড়িয়ে পীড়িত মানুষদের সেবায় কাজ করে যাচ্ছেন আমাদের নার্স গণ। স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে নিষ্ঠার সাথে সেবা দিয়ে যাচ্ছেন নার্সগণ
স্বাস্থ্যসেবা কেন্দ্রের অবকাঠামো তিন স্তরে ভাগ করা যায়:
১.মেডিক্যাল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল তৃতীয় স্তরে রয়েছে।
২.জেলা হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র মাধ্যমিক স্তর হিসেবে বিবেচিত।
৩.উপজেলা (সাব জেলা) স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক (সর্বনিম্ন স্তর স্বাস্থ্য সুবিধা) হচ্ছে প্রাথমিক স্তরের স্বাস্থ্য প্রদানকারী।
তিনটি ক্ষেত্রেই সফলতার সাথে কাজ করে যাচ্ছেন আমাদের নার্সগণ,

উপজেলা হেলথ কমপ্লেক্সঃ অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ৫০ শয্যা বিশিষ্ট হলেও রোগীর সংখ্যা কিন্তু কম নয়।  সাধারণ রোগের চিকিৎসা, নরমাল ডেলিভারি বা সিজারিয়ান, পরিবার পরিকল্পনা সেবা, ইপিআই প্রতিনিয়ত চলছে, আর এখানেও নার্সগণ সেবা দিয়ে যাচ্ছেন।

জেলা সদর হাসপাতালঃ ৫০-১০০ শয্যার এই হাসপাতালে রোগীর চাপ থাকে সবচেয়ে বেশি। মোটামুটি সকল ধরণের চিকিৎসা সেবা পাওয়া যায় এখান থেকে। ঝিনাইদহ সদর হাসপাতালের কর্মরত একজন সিনিয়র স্টাফ নার্স প্রতিদিন ১৫ কিমি পথ পাড়ি দিয়ে হাসপাতালে ডিউটি করেন, সংসার সামলিয়ে কি রাত, কি প্রাকৃতিক দুর্যোগ সব কিছুকে উপেক্ষা করে পীড়িত মানুষের সেবায় কাজ করছেন। কভিড১৯ ডেডিকেটেড হাসপাতালে সদ্য নিয়োগ প্রাপ্ত একজন নার্সের সঙ্গে আলাপ হয়, তিনি জানান বাসায় ৬ মাসের বাচ্চাকে রেখে তিনি করোনা আক্রান্ত রোগীর সেবা করছেন।

মেডিকেল কলেজ/ বিশেষায়িত / টারশিয়ারি হাতপাতালঃ সকল ধরণের আধুনিক চিকিৎসা সেবা সমৃদ্ধ এসব হাসপাতালকে ঘিরেই বাংলাদেশের স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে ওঠে। এখানে কর্মরত নার্সগণ সেবার মাধ্যমে জটিল মুমূর্ষু রোগীকে সুস্থ হয়ে ওঠেন, তবে তুলনামূলক অন্যান্য হাসপাতালের তুলনায় এখানকার নার্সের সংখ্যা বেশি এবং সেই সাথে অনেক হাসপাতালে যথাযথ ভাবে নার্সিং কেয়ার প্লান তৈরী এবং বাস্তবায়ন এর সুযোগ আছে।

নার্সিং পেশাই মূলত একটি অনন্য এবং অন্যান্য পেশা থেকে অনেকটাই স্বকীয়। এই স্বকীয়তা নার্সিংকে স্থান করে দিয়েছে বিশ্বের শীর্ষ পেশার একটি হিসাবে।
বাংলাদেশের স্বাস্থ্যখাতে অবদান রাখা নার্সগণকে জানায় স্যালুট।

আল মামুন
চট্টগ্রাম নার্সিং কলেজ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০১৮-২০২৪. নার্সবিডি.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized By BreakingNews