আজ ১৮/১০/২০২৪ বিকাল ৩ টার দিকের ঘটনা।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, সুনামগঞ্জ ডিউটিরত নার্স এর গায়ে হাত তুলে ইয়াহিয়া নামের এই যুবক টি।
SCANU তে ইয়াহিয়া তার ২৪ দিনের বাচ্চাকে ভর্তি করাই গতকাল। রোগীর অবস্থা আশংকা জনক তাই সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার করা হলেও রোগীর পার্টি Risk bond তে সাক্ষর করে রোগীটিকে ভর্তি করাই সুনামগঞ্জ সদর হাসপাতালে। আজকে ঐ বাচ্চা টি মারা যাওয়ার পর ডাক্তার যখন ডিক্লেয়ার দেয় যে বাচ্চাটি মারা গেছে। এই কথা শোনার পর ইয়াহিয়া ডিউটিরত মহিলা নার্স এর উপর আক্রমণ করে বসে। গায়ে হাত তুলে,মারধর করেন অনেক। সেখানে উপস্থিত পাবলিক তা দেখে ইয়াহিয়া নামে ঐ যুবক কে আটক করে থানায় কল করা হলে পুলিশ এসে ধরে নিয়ে যায় ইয়াহিয়া কে।