কজন মূমুর্ষ ছটফটে অসুস্থ রোগীকে তার মাথায় হাত দিয়ে বাবা ভয় পাবেন না,সব ঠিক হয়ে যাবে এ মানসিক সাপোর্ট টা তার সুস্থ হওয়ার পিছনে অনেক বড় প্রেরণা যোগায় যা দেয় একজন নার্স।
একজন সন্তান সম্ভবা মাকে সাহস দেয় একজন নার্স।একজন ধর্ষিতা রোগীর খুব কাছের ও তার বিশ্বস্ত হয়ে তার সকল কথা শুনে তাকে বাঁচার জন্য অনুপ্রেরণা দিতে পারে একজন নার্স।
মাঝ রাতে যখন সবাই ঘুমে মগ্ন, অসুস্থ রোগীর অপেক্ষায় বসে থাকে একজন নার্স।
একজন রোগীর স্যালাইন শেষ হবে এর জন্য নিজের তন্দ্রার সাথে যুদ্ধ করে জেগে থাকে একজন নার্স।
একজন মূমুর্ষ রোগী যখন সুস্থ হয়ে হাসি দিয়ে কথা বলে এই স্বস্তিটা বুঝে একজন নার্স।
প্রতিদিন কোন না কোন মৃত রোগীর কষ্টটা হৃদয়ে দাগ কেটে যায় একজন নার্সের ই।
তবে সব কিছুর পর ও প্রতিদিন সুস্থ্য হয়ে ঘরে ফেরা একেকজন রোগীর সুস্থতার সাথে মিশে থাকে একজন মমতাময়ী নার্সের সেবা।
তাইতো সবার দেয়া দোয়া, আাশির্বাদ আর ভালোবাসায় ঘেরা আমাদের এই নার্সিং পেশা।