1. hedaiet88@gmail.com : nursebd :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

নার্স – স্বাস্থ্য সেবার প্রাণ

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

নার্স। শব্দ টা মানুষের মাঝে যতটা দ্রুত ছরিয়েছে , নার্স এর প্রতি সম্মান টা তত দ্রুত ছরায় নি। অনেকের ধ্যান ধারনা কেও পরিবর্তন করতে পারবে না। আবার অনেকের ধ্যান ধারনা শুরু থেকেই নার্সদের প্রতি নিম্নমুখী। কেন এই দৃষ্টিকোণ? কেন এই বৈষম্য? সেদিন সামাজিক গনমাধ্যমে একজন ভদ্রলোকের নার্স দের প্রতি তীক্ষ্ণ নিচু মনোভাব দেখে আশ্চার্যই হলাম বটে। তার বক্তব্য সরাসরি তুলে ধরার মত নয় বলে সেটা ব্যাক্তিগত ভাবেই আমি তুলে ধরতে চাই না। তবে এমন ধ্যান ধারনার মানুষ নেহাত ই কম নয়। তাহলে কেন এই ধ্যান ধারনা? এর পেছনে দায়ী কে? আমি? আপনি? নাকি আমরা সকলেই? প্রশ্ন টা রইল পাঠকের কাছে। এবার চেষ্টা করা যাক বের করার যে এই সবকিছুর পেছনে কি আমরাই দায়ী নই তো? কোথাও কি কোনো ফাক ফোকড় থেকে যাচ্ছে? আমাদের অগোচরে কি কোথাও কোনো ব্যাক্তি স্বার্থ জরিত? একজন নার্স হিসেবে শুধু মাত্র রোগীর সেবা করাই যথেষ্ট নয়, বরং নিজের পেশার সম্মান টা বজায় রাখা ও সাথে সাথে বৃদ্ধির চেষ্টা করাটাও জরুরি। আমরা কতজন নার্স আছি যারা নিজের পেশা কে সেই সম্মানের যায়গাটা দিতে পেরেছি? আমাদের মধ্যে কি সেই চেতনা টা কখনোই জাগ্রত হয় না যে আমাদের নিজেদের জগতের আলোর সাথে নিজেদের বেগ টা বজায় রাখতে হবে? আমাদের পেশার উন্নতির জন্য মেধাবী দের কে আমাদের এই পেশায় আসতে হবে। তার মানে কি আমাদের মাঝে মেধাবী নেই? অবস্যই আছে। অনেক আছে। কিন্তু সংখ্যা টি কি খুবই বেশি? মেধাবীরা তখন ই আসে যখন কোথাও মেধাবী পরিবেশের সৃষ্টি হবে। সৃজনশীলতার সু্যোগ থাকবে অফুরন্ত। সেই পরিবেশ কি আমরা তৈরী করতে পেরেছি? বা তৈরী হয়েছে? প্রশ্ন থাকলো পাঠকের পাঠিকার কাছে।
আমি এখানে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তির বক্তব্য প্রকাশ করতে চাই। “আমি কিভাবে বিসিএস দেব? আমি কি নামি দামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের সাথে প্রতিযোগিতায় জিতবো?” এমনি এক বক্তব্যে আহত হলাম ই বটে। আমাদের মাঝে হার মেনে নেয়া মানুষ এর সংখ্যা নিতান্তই কম নয়। আমাদের কি সেই যায়গায় নিজেদের কে কল্পনা করা নিতান্তই অমূলক? বর্তমান সময়ে মোটিভেশনাল স্পিকার নামের ব্যাক্তি রা আছেন। তারা সবসময় অনুপ্রেরনার কথা বলেন। আমাদের মাঝেও সেরকম অনুপ্রেরনার বা সফলতার গল্প বলার খ্যাতিনামা ব্যাক্তি তৈরী হোক। জীবন বদলায়, চিন্তা বদলায়, নিয়ম নীতির মায়াজাল ও বদলায়। ” JUST GO AND DO IT ” বলার মত মানুষের প্রচন্ড অভাব বোধ করি আমাদের মাঝে। সুর্যের আলোর সাথে চাদের আলোর তুলনা করা যেমন অমুলক, তেমনি নিজের সাথে অন্যের তুলনা করাও অমুলক।
Robert Frost এর একটা কবিতার কথা মনে পরে গেল,
The woods are lovely, dark and deep,   
But I have promises to keep,   
And miles to go before I sleep,   
And miles to go before I sleep.
আমাদের সকলের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে মৃত্যুর আগে যেন আমাদের এই নার্সিং পেশায় অনুকরণীয় সফলতার বীজ বপন করে দিয়ে যেতে পারি। স্বাস্থ্য ক্যাডারের একজন চিকিৎসক যদি ৩৮ তম বিসিএস এ প্রথম ১০ জনের মধ্যে নিজের যায়গা দেখাতে পারে, বগুড়া আজিজুল হক কলেজের একজন যদি বিসিএস এ প্রথম হয়ে যেতে পারে, আমাদের শিক্ষার্থীদের পিছুটান থাকার কথা নয়। দেশের প্রতিটা সেক্টরে নিজের নাম ও যোগ্যতা দেখানোর সময় চলে এসেছে। এখনি প্রস্তুত হও রনতরী ভাসানোর লক্ষ্যে।
সবার জন্য রইল শুভ কামনা।

আহম্মেদ সিয়াম
রংপুর কমিউনিটি নার্সিং কলেজ, রংপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০১৮-২০২৪. নার্সবিডি.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized By BreakingNews