1. hedaiet99@gmail.com : nursebd : Hedaiet Ullah Biplob
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

পেশা হিসেবে নার্সিং- Nursing as Profession

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

বিপুল শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য কর্মমূখী শিক্ষার গুরুত্ব সম্পর্কে এখনকার সময়ে নতুন করে বলার কিছু নেই। শুধু বলার আছে আপনি/ আপনারা কোন পেশায় নিয়োজিত হবেন অথবা ভবিষ্যৎ প্রজন্মকে কোন কর্মমূখী শিক্ষায় শিক্ষিত করবেন!

এক্ষেত্রে পেশা হিসেবে বেছে নিতে পারেন নার্সিং। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, নার্স/ নার্সিং কি এবং কিভাবে আপনি নার্স হবেন! নার্সিং হলো এমন একটি পেশা যেখানে একজন রেজিস্টার্ড নার্স হাসপাতালে রোগীর সেবা করতে পারবেন এবং একজন রেজিস্টার্ড নার্স হতে হলে তাকে অবশ্যই স্বীকৃত নার্সিং কলেজ/ইনস্টিটিউট থেকে বিএসসি ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং কোর্স সম্পন্ন করতে হবে। বর্তমানে দেশে নার্সিং পেশার চাহিদা বৃদ্ধির ফলে সরকারি পর্যায় সহ বেসরকারি অনেক প্রতিষ্ঠানেই বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর সুযোগ আছে। এসএসসি ও এইচএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিএসসি ইন নার্সিং এবং যে কোন বিভাগ থেকে উভয় ক্ষেত্রে উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন নার্সিং কোর্স করতে পারবেন। এছাড়াও রয়েছে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স।

আপনি হয়তো ভাবতে পারেন- পেশা হিসেবে নার্সিং কেমন?

ফ্লোরেন্স নাইটিঙ্গেল এত সময়ে নার্সিং পেশাকে সমাজে ছোট কাজ হিসেবে বিবেচনা করা হতো। মা- বাবার আপত্তি সত্ত্বেও তিনি মানবসেবা কে নিজের পেশা হিসেবে গ্রহণ করার সিদ্ধান্তে অনঢ় ছিলেন। জীবদ্দশায় ” Lady with the Lamp” নামে পরিচিতি পাওয়া এই কিংবদন্তি ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে আধুনিক নার্সিং এর অগ্রদূত বলা হয়; যার খ্যাতি দুনিয়া জুড়ে।

এখন হয়তো ভাবছেন নার্স হলে কি কি কাজ করতে হয়? সরকারি ও বেসরকারি হাসপাতালে দিনে ৬ ঘন্টা কর্মস্থলে থাকতে হয়। হাসপাতালে তিন শিফটে নার্সদের কর্মঘণ্টা বন্টন করা হয়। সকাল- বিকাল- রাত এই তিন শিফটে ডিউটি করেন একজন নার্স। হাসপাতালে একজন নার্স সাধারণত – রোগীর দেখভাল করা, সময়মতো ঔষধ খাওয়ানো, স্যালাইন পুশ করা , রক্তচাপ পরিমাপ, রোগীর  কোনো সমস্যা ডাক্তার কে জানানো, ইত্যাদি কাজ করে থাকেন ।

নার্সিং পেশায় রয়েছে আর্থ-সামাজিক উন্নয়ন এবং পদোন্নতির সুযোগ। একজন নার্স ২য় শ্রেণীর পদমর্যাদা পান এবং একজন সিনিয়র স্টাফ নার্সের পর্যায়ক্রমিক পদোন্নতি দ্বারা যথাক্রমে ওয়ার্ড ইনচার্জ, নার্সিং সুপারভাইজার, জেলা পাবলিক হেলথ নার্স, ডেপুটি নার্সিং সুপারিটেনডেন্ট, নার্সিং ইন্সট্রাক্টর সহ বিভিন্ন হাসপাতাল/ নার্সিং অধিদপ্তরে প্রজেক্ট অফিসার ও সহকারী পদে পদোন্নতির সুযোগ আছে।

পেশা হিসেবে নার্সিং এ যেমন জব সিকিউরিটি রয়েছে তেমনি রয়েছে সন্তুষ্টি। কেননা হাসপাতালে একজন রোগীর সবচেয়ে কাছের মানুষ এবং ভরসা একজন নার্স। একজন নার্স খুব কাছে থেকে রোগীর দেখভাল করার সুযোগ পান । সেবা শুধু একজন নার্সের পেশা ই নয়, আনন্দ ও ভালোবাসাও!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০১৮-২০২৫. নার্সবিডি.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized By BreakingNews